গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর কথা বলছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে তারা মিথ্যা কথা বলছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে মহীয়সী শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ মারার ফলে বিএনপি সাধারণ মানুষের কাছে ঘৃণার পত্র হয়ে গেছে। ক্ষমতায় যাওয়ার জন্য বিনা কারণে এ হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। এসব করে খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইউসুফ আব্দুল্লাহ হারুন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খোন্দকার নাসির উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মহীয়সী শামিমা পারভীনের স্বামী মেজবা উদ্দিন আহসান।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কলেজের ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে দুই হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা “মহীয়সী শামিমা পারভীন” বৃত্তি প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএ