ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিলে খাবার বণ্টনে ১৯ টিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিএনপির কাউন্সিলে খাবার বণ্টনে ১৯ টিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় কাউন্সিলে আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান, সাংবাদিক, কাউন্সিলর, ডেলিগেটস ও নেতাকর্মীদের মধ্যে খাবার বণ্টনের জন্য ১৯টি টিম গঠন করেছে বিএনপি।

ঢাকা মহানগরসহ দেশের ৬৪টি জেলাকে ১৯টি বৃহত্তর জেলায় ভাগ করে গঠিত এ টিমগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের।



বৃহস্পতিবার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক আবদুস সালাম।
 
তিনি জানান, বৃহত্তর নোয়াখালী জেলার নেতৃত্ব দেবেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, বৃহত্তর ঢাকা জেলার নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার, তাকে সহযোগিতা করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
 
কাউন্সিলের দিন খাবার বণ্টনে বৃহত্তর রংপুর জেলার নেতৃত্ব দেবেন দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,  বৃহত্তর সিলেট জেলার নেতৃত্ব দেবেন বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, বৃহত্তর রাজশাহী জেলার নেতৃত্ব দেবেন দলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, খুলনা জেলার নেতৃত্ব দেবেন হাবিবুল ইসলাম হাবিব, বৃহত্তর যশোর জেলার নেতৃত্ব দেবেন এস এম জিলানী।
 
বৃহত্তর বগুড়া জেলার কাউন্সিলর ও ডেলিগেটসদের খাবার বণ্টনে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ভিপি, কুষ্টিয়া জেলার নেতৃত্ব দেবেন জাকির হোসেন, বরিশাল জেলার নেতৃত্বে থাকবেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বৃহত্তর ময়মনসিংহ জেলার নেতৃত্ব দেবেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, টাঙ্গাইল জেলার নেতৃত্ব দেবেন গৌতম চক্রবর্তী, পাবনা জেলার নেতৃত্ব দেবেন বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দিনাজপুর বিএনপির নেতৃত্ব দেবেন মুন্সি বজলুল বারী, বৃহত্তর চট্টগ্রাম জেলার নেতৃত্ব দেবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, পার্বত্য চট্টগ্রাম জেলার নেতৃত্ব দেবেন ওয়াদুদ ভূঁইয়া, ও বৃহত্তর কুমিল্লাহ জেলার নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার।
 
আবদুস সালাম জানান, কাউন্সিলের দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনের বাইরে মোট ৯টি স্পট থেকে খাবার বণ্টন করা হবে। এ ৯টি স্পট থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা খাবার সংগ্রহ করে নিজ নিজ এলাকার নেতা-কর্মীদের বিতরণ করবেন। খাবার দেওয়া হবে উদ্বোধনী পর্বের পর ব্রেক আওয়ারে।
 
এ ছাড়া মিলনায়তনের ভেতরে আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সাংবাদিকদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এখানে কোনো ডেলিগেটস ও নেতা-কর্মী ঢোকার সুযোগ পাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হারুন অর রশিদ, আসাদুল হাবিব দুলু,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর বিএনপির নেতা কাজী আবুল বাসার সাহাবুদ্দিন আহমেদ, বিএনপি নেতা রফিক সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬/আপ: ১৪১৮ ঘণ্টা
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।