ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নবাবগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
নবাবগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

নবাবগঞ্জে: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারণা চালানোর সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ জরিমানা করেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আহসান কবীর শামীম ও ৭ নং দাউদপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী
অটোরিকশা প্রতীক মো. হাফিজুর রহমান।

উপজেলা রির্টানিং কর্মকর্তা মনিরুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে সব প্রার্থীদের কর্মশালার মাধ্যমে জানানো হয়েছে। তারপরও তারা বিধি লঙ্ঘন করায় তাদের দুই প্রার্থীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।