ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

তজুমদ্দিনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
তজুমদ্দিনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার রিয়াদ হোসেন হান্নান

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নানকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বৃহস্পতিবার (১৭ মার্চ) তাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।



জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মিয়া। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নান।
 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (ঠ) ধারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে রিয়াদ হোসেন হান্নান বলেন, আমি বহিষ্কারের কাগজ হাতে পেয়েছি। এ নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমাকে দল থেকে মনোনয়ন দেয়নি। আমাকে মনোনয়ন দিয়েছে এ ইউনিয়নের জনগণ। সুষ্ঠু ভোট হলে আগামী ২২ মার্চ নির্বাচনে আমার জয় শতভাগ নিশ্চিত।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।