ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আর নেই

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
সিরাজগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আর নেই আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।

আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৮ মার্চ) বাদ জুমা সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম লিমন ও মরহুমের চাচাতো ভাই মান্না রায়হান জানান, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে, ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনাতর সংগ্রামে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতা পরবর্তিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে আজীবন আ’লীগের পতাকাতলে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন। জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এ নেতা সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। গত বছর ৮ জানুয়ারি জেলা আ’লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দলের সব পর্যায়ের নেতাকর্মী তার বাসভবনে এসে পরিবারের সদস্যদের শান্তনা জানান।

এদিকে, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।