ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বোমা-বিস্ফোরকসহ জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ঝিনাইদহে বোমা-বিস্ফোরকসহ জামায়াতের আমির গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের একটি স্কুল থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।



বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের চাকলা পাড়া এলাকায় বসবাস করতেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, নুর মোহাম্মদকে রাতে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।

বিস্ফোরকের মধ্যে রয়েছে গান পাউডার, সেডিয়াম নাইট্রেট, পটাশিয়াম, সালফিউরিক এসিড, ব্লাস পাউডার, হাইড্রোজেনসহ অসংখ্য সার্কিট।

তার বিরুদ্ধে দু’টি নাশকতার মামলা বিচারাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নুর মোহাম্মদের ছেলে ইফতেখার আহমেদ মুজাহেদুল বাংলানিউজকে জানান, ১৭ দিন আগে সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের নতুন হাটের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তার বাবাকে গাড়িতে করে তুলে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬/আপডেট:১২১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।