ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে চট্টগ্রামের চকবাজারের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

যার শুরুতে চট্টগ্রাম মহানগরের সব সদস্যদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতা ও মহানগর সভাপতি আবদুল্লাহ্-আল-মামুন আনছারী। চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এম. এ. তাহের সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের মহানগরের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশুতোষ দত্ত নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম. মনছুর হোছাইন, সহ-সাধারণ সম্পাদক শেখ রিয়াজ আহম্মেদ, আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, আশিকুল আলম, সাংস্কৃতিক সম্পাদক এ. বি. ছোটন, প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক হারাধন চৌধুরী, মোস্তফা নাজিম পাশা।

আরও বক্তব্য রাখেন, রহমত উল্লা স্বপন, মঞ্জুরুল হক, পারভেজ আলম, রেজাউল করিম বাবলু, মো. ফরহাদ আব্দুল সালাম, মহিলা সম্পাদিকা সানজিদা আরফিন নিসু, নাজমুল হাসান, মাহমুদুল হাসান, নূর নবী, মোহাম্মদ আব্দুর ছবুর, মোরশেদ আলম পাপেল, রিজন বড়ুয়া, মিলন বড়ুয়া, সুমন কর্ম্মকার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আজও পরাধীন বাঙালি জাতি হিসেবে পশ্চিমা পাকিস্তানীদের কৃতদাস হয়ে থাকতে হতো আমাদের। জাতি হিসেবে বঙ্গবন্ধু আমাদের মুক্তি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।