বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম সাবুর প্রচার মাইক ও অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চরবাড়িয়া এলাকায় প্রচারণাকালে এ ঘটনা ঘটে।
বিএনপির প্রার্থী জিয়াউল ইসলাম সাবু অভিযোগ করেন, বিকেলে তার কর্মী মাসুদ, শুক্কুর ও ফিরোজ অটোরিকশায় মাইক বেঁধে প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাহতাব হোসেনের ভাই কবির হোসেনের নেতৃত্ব প্রচার কর্মীদের মারধরে ও অটোরিকশা-মাইক ভাঙচুর করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহতাব হোসেন।
এ বিষয়ে কাউনিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বাংলানিউজকে জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এদিকে, নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে আওয়ামী লীগের ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক তালুকাদার ও জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুইজনকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এসআর