ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে। কারণ এ আন্দোলনে ইতিমধ্যে অনেকেই জীবন উৎসর্গ করেছেন।

যারা জীবন দিয়েছেন তাদের নামে শপথ করে আন্দোলন আরও বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে পুরানা পল্টনে অবস্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’ অফিসে বিএনপির ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে দলটির বিভিন্ন উপকমিটির বের করা স্যুভেনিরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে আগামী দিনের আন্দোলনে দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।