ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিল

এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার ছবি : বাদল ও দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিয়েছেন বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন কর্মকর্তারা। যারা বিভিন্ন কারণে আসতে পারেননি, তাদের শুভেচ্ছা বক্তব্য ভিডিওবার্তার মাধ্যমে সম্প্রচার করা হয়েছে কাউন্সিল মঞ্চে।

 

শনিবার (১৯ মার্চ) বেলা পৌনে ১১টায় এ কাউন্সিল শুরু হয়। তবে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন বিদেশি অতিথি এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন কর্মকর্তারা।

এখন পর্যন্ত বিদেশি ডেলিগেটদের মধ্যে এসেছেন- সস্ত্রীক শিকাগোর একজন কাউন্সিলর, ব্রিটিশ হাইকমিশনের একজন রাজনৈতিক কর্মকর্তা, ব্রিটিশ লেবার পার্টির একজন এমপি ও দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সাবেক এমপি। তারা সবাই শনিবার সকালেই বাংলাদেশে এসে কাউন্সিল ভেন্যুতে পৌঁছান।

এছাড়া বাংলাদেশে অবস্থিত ইতালি, শ্রীলংকা, কুয়েত, ভারত ও অস্ট্রেলিয়ান দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা কাউন্সিলে এসেছেন।

এদিকে কাউন্সিল শুরুর  পর মঞ্চে বিদেশি প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য ভিডিওবার্তার মাধ্যমে সম্প্রচার করা হয় কাউন্সিল মঞ্চ থেকে।  

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিলের মূল আনুষ্ঠানিকতা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী এ কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর কেন্দ্রীয় নেতারা কাউন্সিল মঞ্চে আসন গ্রহণ করলে প্রথমেই গত কাউন্সিলের পর থেকে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের স্মরণে  শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কাউন্সিলে তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষ অংশগ্রহণ করছেন।

 ‘মুক্ত করবোই গণতন্ত্র’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের কাউন্সিলের স্লোগান হচ্ছে- ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। ’ অবশ্য বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল আলাদা আলাদা স্লোগান ঠিক করেছে।

সবশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬/আপডেট: ১১১৫
এমএম/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।