ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিতে মিছিল নিয়ে আসা দলীয় নেতাকর্মীদের ভিড় ও তাদের বহনকারী যানবাহনের চাপে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব-পল্টন পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
এ যানজটের প্রভাব পড়েছে কাঁটাবন, এলিফেন্ট রোড এবং বাংলামটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত।
শনিবার (১৯ মার্চ) সকাল থেকে বেলা ১১টার পর্যন্ত এ যানজটের চিত্র দেখা গেছে।
যানজটে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বরের সামনের ও সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশের পুরো রাস্তা স্থবির হয়ে আছে।
রমনা জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. আব্দুল হিল কাফি বাংলানিউজকে জানান, কাউন্সিলকে ঘিরে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের দিকে যেতে যানবাহনগুলোকে কাকরাইল দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাউন্সিলের নিরাপত্তায় ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের ট্রাফিক বিভাগ ও অপরাধদমন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমারা এক যোগে কাজ করছি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসজেএ/এএটি/আরএম