ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিদেশি অতিথি এসেছেন মাত্র চারজন। সন্তোষজনক সংখ্যক বিদেশি অতিথি হাজির করতে নানামুখী উদ্যোগের পরও মাত্র চারজনের উপস্থিতিতে কিছুটা হতাশ দলের নেতাকর্মী ও সমর্থকরা।
উপস্থিত এই চার বিদেশি অতিথির মধ্যে দু’জনই মার্কিন যুক্তরাষ্ট্রের- যাদের প্রচেষ্টায় আমেরিকার একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ জিয়াউর রহমান সড়ক’। বাকি দু’জন এসেছেন যুক্তরাজ্য থেকে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর বেলা সাড়ে ১১টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ বিদেশি অতিথিদের নাম ঘোষণা করেন।
ঘোষণা মঞ্চ থেকে তিনি বলেন, বিএনপির কাউন্সিলে অনেক বিদেশি অতিথি আসার ইচ্ছা পোষণ করলেও সরকারের নানামুখী অসহযোগিতার কারণে তারা আসতে পারেননি। তবে, সব বাধা-বিপত্তি উপেক্ষা করেও বিএনপির কাউন্সিলে হাজির হয়েছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য সাইমন ড্যান্সজুক ও বিল বেনিয়ান, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাউন্সিলর জোসেফ এ মোরী ও বারবারা মোরী- যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমেরিকার একটি রাজপথের নাম হয়েছে ‘শহীদ জিয়াউর রহমান সড়ক’।
শামা ওবায়েদ বলেন, কাউন্সিলে হাজির হতে না পারলেও বিভিন্ন দেশের রাজনীতিবিদরা বিএনপির জন্য শুভকামনা জানিয়ে মেইল বার্তা পাঠিয়েছেন। তাদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির গভর্নিং বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ ইন্দ্রেস কুমার তার মেইল বার্তায় বিএনপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন।
বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য বিজয় জেলিও ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির কাউন্সিলের শুভ কামনা জানিয়েছেন। ওই ভিডিও বার্তায় দেওয়া তার সংক্ষিপ্ত বক্তব্যের শেষ বাক্যটি ছিল ‘জয় হিন্দ, জয় বাংলাদেশ’।
২০০৯ সালের ০৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে বিভিন্ন দেশের ডজন খানেক বিদেশি অতিথি হাজির ছিলেন। ৬ বছর পর অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দু’টি দেশের মাত্র ৪ জন অতিথি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিএনপি। তবে, পরোক্ষভাবে এর দায় সরকারের ওপরই চাপাচ্ছে তারা।
চার বিদেশি অতিথিসহ বিএনপির কাউন্সিলে উপস্থিত রয়েছেন- দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মো. শাহজাহান, রুহুল কবির রিজভী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হারুন অর রশিদ, গোলাম আকবর খন্দকার, আসাদুল হাবিব দুলু, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিমুদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- জামায়াতের মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. কর্নেল (অব.) অলি আহমেদ, ড. রেদওয়ান আহমেদ ও শাহাদৎ হোসেন সেলিম, জাগপার শফিউল আলম প্রধান ও খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সৈয়দ মুহম্মদ ইব্রাহিম ও এম এম আমিনুর রহমান, ন্যাপের জেবেল রহমান গানি ও গোলাম মোস্তফা ভূঁইয়া, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মো. ওয়াক্কাস, খেলাফত মজলিশের আহমেদ আব্দুল কাদের এবং জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত রয়েছেন- ব্যারিস্টার রফিক উল হক, ড. এমাজউদ্দিন আহমেদ ও ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এজেড/পিসি/এএসআর
** বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা
** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল