ঢাকা: আগামী দিনের নেতৃত্ব তৈরিতে তরুণদের স্বাধীনতার চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রোগ্রেসিভ ফোরাম আয়োজিত আলোচনা সভার বক্তারা।
তারা বলেন, তরুণদের সামনে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা।
শনিবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আমাদের স্বাধীনতা : গুণগত নেতৃত্ব, আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন। তখন থেকেই তরুণ প্রজন্মের সামনে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে চালানো হয়েছে ইসলামের নামে অপপ্রচার, যার সঙ্গে বাস্তব ইসলামের কোনো মিল ছিলো না।
তিনি বলেন, আজ সময় এসেছে। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। সঠিক শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে। নীতি-নৈতিকতাকে সবার ঊর্ধ্বে তুলে ধরতে হবে ও শক্তিশালী করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, নেতৃত্ব বলতে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়। সব ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব তৈরির জন্য তরুণ সমাজকে প্রস্তুত হতে হবে। আজ দেশে নেতৃত্ব সংকটের প্রধান কারণ স্বপরিবারে বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক সহযোগীদের হত্যা।
তিনি বলেন, আজ আমাদের সামনে আছে জাতির পিতার আদর্শ। এই আদর্শ হচ্ছে তার জীবন ও কর্ম। তরুণ প্রজন্মকে এটা অনুসরণ করতে হবে। তরুণ প্রজন্মের সামনে রয়েছে দু’টি পথ। একদিকে ধর্মান্ধ পাকিস্তানি ভাবধারা, অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ। তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ বেছে নিতে হবে।
ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী সোহেল, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময় ঘন্টা ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকে/আরএম