আইইবি প্রাঙ্গণ (রমনা) থেকে: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (১৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তিনি।
দেশের ইতিহাসে সবচে বেশি অবদান রাখা ব্যক্তিদের নাম স্মরণ করার সময় তিনি বঙ্গবন্ধুকেও স্মরণ করেন। এরপর দুপুর পৌনে ১টায় বক্তব্য শুরু করেন খালেদা জিয়া।
সকাল ১০টায় কাউন্সিল শুরু হওয়ার কথা থাকলেও খালেদা মঞ্চে আসেন পৌনে ১১টায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি কাউন্সিলের উদ্বোধন করেন।
এরপর দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত পরিবেশন হয়। ১১টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকেএস/পিসি