জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা করেছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে মেলান্দহ পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ সিদ্ধান্তের কথা জানান।
এছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য প্রার্থীকে সমর্থন কিংবা প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মির্জা আজম।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ৫নং নয়ানগর ইউপির দুই বিদ্রোহী প্রার্থী মির্জা ওয়াহাব জামাল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য এমদাদুল হক জামিল এবং ৬নং আদ্রা ইউপি বিদ্রোহী প্রার্থী রকিবুল ইসলাম চাঁন মেম্বার।
এছাড়াও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আদ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান সুরুজ, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আলী নুরকে তিন দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজার সভাপতিত্ব সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান চাঁন, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সহসভাপতি আবুল মনসুর খান দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল প্রমুখ।
সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর