ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা থেকে: কাউন্সিলে ২০৩০ সাল নাগাদ দলের করণীয় প্রকাশ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রজাতান্ত্রিক নিয়মে বাটোয়ারাসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।
সাম্প্রতিক কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেশবাসী প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাকে ‘স্বৈরাচারি’ রূপে দেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই নিজেরা ক্ষমতায় গেলে সে ক্ষমতা বণ্টনের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেন।
খালেদা জিয়া জানান, তারা থ্রি-জি প্রবর্তন করবেন, যার ব্যাখ্যায় বলেন, ‘গুড পলিসি, গুড গভর্নেন্স, গুড গভর্নমেন্ট’।
বক্তব্যের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন খালেদা, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আপনারাই আমার পরিবার।
পৌনে ১টা থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টা ১২ মিনিটের বক্তব্যের শেষে তিনি কাউন্সিলের উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমএম/এজেড/এসকেএস/আইএ