ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সারিয়াকান্দিতে আ.লীগ প্রার্থীকে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সারিয়াকান্দিতে আ.লীগ প্রার্থীকে জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার  কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান আওয়ামী লীগের প্রার্থী মো. গাজীউল হক গাজীকে এ জরিমানা করেন।



ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মো. সেকেন্দার আলী বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে প্রচারণাকালে বিএনপির প্রার্থী ও তার লোকজনের ওপর হামলা করেন আওয়ামী লীগের লোকজন। এ ঘটনায় ইউএনওর কাছে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ইমরান হোসেন রনি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রার্থীকে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।