ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে ছবি: বাদল ও দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকালে উদ্বোধনের পর বিকেল ৪টা ৫০ মিনিটে এ অধিবেশন শুরু হয়।

যদিও তা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল।

এই অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের বক্তব্য শুনছেন।

এরপর দলের মহাসচিবসহ বেশ কিছু পদে নির্বাচিতদের নাম ঘোষণার কথা রয়েছে।

সকালে উদ্বোধনের পর দুপুর পৌনে ১টার দিকে কাউন্সিলে বক্তব্য রাখেন খালেদা জিয়া। প্রায় এক ঘণ্টা ১২ মিনিটের বক্তব্যে তিনি আবারও সরকারকে সংলাপে বসার আহ্বান জানান। এসময় দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমএম/এজেড/এসকেএস/এইচএ/

** ফের সংলাপের আহ্বান খালেদার
** ভিশন’২০৩০ ঘোষণা খালেদার
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা
** নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি
** বাংলাদেশের জন্য বিদেশি অতিথিদের শুভকামনা
** বাংলাদেশের গণতন্ত্রের সাফল্য কামনা বিদেশি ডেলিগেটদের
** বিএনপির কাউন্সিলে খালেদা
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** কাউন্সিলে যোগ দিতে রমনার পথে খালেদা
** বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম
** শোক প্রস্তাবে শুরু বিএনপির কাউন্সিল
** বিএনপির কাউন্সিল, শাহবাগ-পল্টনে দীর্ঘ যানজট
** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা
** বিএনপির কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা
** এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।