ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সিলেটে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা

সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নছরের বাসায় হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে দেড়টায় এ হামলার ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদের লোকজন নগরীর মেন্দিবাগ এলাকায় আবু নছরের বাসায় হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাসায় ঢিল ছুড়ে, দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

সৈয়দ আবু নছরের ছেলে ব্যাংকার সৈয়দ নুরুজ্জামান তুহিন বাংলানিউজকে জানান, কোনো ধরনের নোটিশ ছাড়াই শনিবার বাসার সীমানা প্রচীর ভাঙার জন্য চিহ্নিত করে যান সিটি কাউন্সিলর মোস্তাক আহমদ। তিনি এ ব্যাপারে জানতে গেলে দুর্ব্যবহার করেন মোস্তাক। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে কিছুক্ষণ পরই দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার যোগে ১০-১২ জন যুবক বাসায় এসে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

হামলার ঘটনা অস্বীকার করে কাউন্সিলর মোস্তাক আহমদ বাংলানিউজকে বলেন, নকশা অনুযায়ী আমি কাজ শুরু করি। এ সময় তুহিন আমাকে গালিগালাজ করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। তবে হামলার ঘটনা ঠিক নয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, দেয়াল ভাঙা নিয়ে কথা কাটাকাটির জের ধরে কাউন্সিলরের লোকজন হামলা চালিয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬ 
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।