ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত রোববার

ঢাকা: পেছাতে পারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। রোববার (২০ মার্চ) দলের কার্যনির্বাহী সংসদের সভায় তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে।



আগামী ২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে।

২৮ মার্চ থেকে পেছানো হলে এপ্রিলের প্রথম সপ্তাহে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হতে পারে। আর সেটা সম্ভব না হলে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সম্মেলন চলে যেতে পারে বলে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এর আগে এক দফা সম্মেলনের সময় পেছানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছিলো। ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের কারণে তখন কাউন্সিল করা সম্ভব হয়নি। পরে গত ০৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু মার্চের শেষদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৩৮টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারই প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণায় অনেকটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ফলে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সম্মেলন পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

রোববার কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, রোববার কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারণ করা হবে, সম্মেলন ঘোষিত সময়ে হবে কি-না। তবে যেহেতু পেছানোর একটা কথা উঠেছে, সেহেতু আলোচনা হতে পারে। সিদ্ধান্ত সেখানেই হবে। সভার এজেন্ডায় সম্মেলনের প্রস্তুতি আছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বাংলানিউজকে বলেন, সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে। পূর্বনির্ধারিত ২৮ মার্চ থেকে পিছিয়ে এপ্রিলে যেতে পারে। এপ্রিলে না হলে সেপ্টেম্বর-অক্টোবরে সম্মেলন চলে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।