ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মেহেন্দীগঞ্জে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
মেহেন্দীগঞ্জে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলা

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

হামলায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান টিটুর ৬ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।



শনিবার (১৯ মার্চ) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান টিটু জানান, দুপুরে গাজিরচর এলাকায় তার কর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় আওয়ামী লীগের প্রার্থী সামসুল রাঢ়ী মুনিরের নেতৃত্বে তার কর্মীদের ওপর হামলা করা হয়।

এতে যুবদল নেতা মো. কাওসার হোসেন, রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, মাসুদ হোসেন, নিজামুল হক ও ছাত্রদলের মেহেদী ফরহাদ আহত হন।

এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী বাংলানিউজকে জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান, তবে হামলার কোনো ঘটনা ঘটেনি। উভয়পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।