ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মেলান্দহে বিএনপির নির্বাচনী অফিসে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
মেলান্দহে বিএনপির নির্বাচনী অফিসে হামলা

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা, মারধর ও নির্বাচনী ‍অফিসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৩নং মাহমুদপুর ও ৪নং নাংলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।



মাহমুদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নূরে আলম রুনু তালুকদার বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কর্মীরা মাহমুদপুর বাজারে তার প্রচার অফিসে হামলা চালায়।   এতে সাত্তার (৩০), সাধু (৪৫) ও সোনা মিয়া (৩২) নামে তার তিন কর্মী আত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাধুকে জামালপুর শাহজামাল (রহ.) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে,  নাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শেখ মো. জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে গণসংযোগ চলাকালে তাকে এবং তার কর্মী সরবেশ (৫০) ও কবিরুলকে (৩০) মারধর করেছে আওয়ামী লীগের কর্মীরা।

এ ছাড়া মুন্সী নাংলা স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের প্রচার মাইক ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মীরা বলেও অভিযোগ করেন তিনি।

তবে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হক মাফল বাংলানিউজকে জানান, জাকির তার প্রতিবেশীদের কাছে এসে তার বিরুদ্ধে নানা কুৎসাসহ নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলেছেন। এতে জনগণ ক্ষিপ্ত হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী জাকির ও আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হক পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।