আইইবি প্রাঙ্গন (রমনা) থেকে: হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের টাকা সরকারের জ্ঞাতসারে চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদেশে বিষয়টি জানাজানি হয়ে গেলে গভর্নর ড. আতিউর রহমানকে বলির পাঠা বানানো হয়েছে বলেও মন্তব্য তার।
শনিবার (১৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাত নয়টার দিকে দিনের দ্বিতীয় দফার এ বক্তব্য শুরু করেন খালেদা জিয়া।
খালেদা বলেন, হ্যাকিং নয়, ব্যাংকের টাকা চুরি করা হয়েছে। কিন্তু বিদেশে জানাজানি হয়ে যাওয়ার পর ওই ভদ্রলোককে (ড. আতিউর) পদত্যাগ করিয়ে বলির পাঠা বানানো হলো। তবে ভদ্রলোকেরও দোষ আছে। তিনি সত্যটা কেন বললেন না? মেরে ফেলতো? সে সাহস কখনোই পেতো না। হাসিনা নাকি কেঁদেছেন। কাঁদবেনইতো, ছেলে অপকর্ম করবে, আর দায়ভার অন্য কেউ নেবেন।
কিন্তু তিনি কেঁদেছেন, নাকি চোখে গ্লিসারিন দিয়েছেন? বলেও মন্তব্য করেন বিএনপি প্রধান।
বক্তব্যের শুরুতেই কাউন্সিলররা সবাই খাওয়া পেয়েছেন কি-না জানতে চান খালেদা। জবাবে তাদের কেউ কেউ ‘না’ জানালে তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু জায়গাটা খুব ছোট। এ সরকারের কলিজাটা খুব ছোটতো। তারা বড় জায়গা দিতে ভয় পায়।
যেসব স্থানে কাউন্সিল আয়োজনের অনুমতি চেয়ে পাননি, সেগুলোও বলেন তিনি।
এরপর বলেন, বিএনপি জনগণের দল, নির্বাচনমুখী দল। কিন্তু সেটি হাসিনা-মার্কা নির্বাচন নয়।
প্রধান নির্বাচন কমিশনারের কড়া সমালোচনা করে খালেদা বলেন, রকিবউদ্দীন মানুষ না, তাকে মানুষ এতো গালিগালাজ করেন, তবু যান না। হাসিনা-রকিবউদ্দীনের অধীনে কোনো নির্বাচন নয়। আমরা এবার অনেক সুন্দর নির্বাচন করবো।
‘আপনারা চা-দোকানে যখন যান, মানুষ বলেন, আপনারা ঠাণ্ডা হয়ে গেলেন কেন? কারণ, তারা অস্থির। তারা জানেন, বিএনপি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। এরশাদওতো ঠিক নাই। পাগল না, বেঈমান, তালে একদম ঠিক। হাসিনার সঙ্গে তার সম্পর্ক ১৯৮৬ না, ১৯৮২ সাল থেকেই’- বলেন খালেদা।
খালেদা বলেন, এরশাদ ৮৬’তে বেঈমানি করেছিলেন। দলের মধ্যেও এমন কিছু বেঈমান আছেন, যাদের জন্য আন্দোলনে সেভাবে সফলতা আসেনি। মীরজাফরের রক্ততো অনেকের মধ্যেই আছে।
দলে মেয়েদের সম্পৃক্ততা বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, মেয়েরাও কাজ করেছে। তাদের অন্তত ১০ শতাংশ পদে দিতে হবে। বিদেশিরাও জানতে চান, তোমাদের মাঝে নারী নাই? কেন্দ্রেও নারী নেতৃত্ব বাড়ানো হবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকেএস/এএসআর
স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের ভার খালেদার হাতে
** ভাঙছে কাউন্সিলরদের ক্ষোভের পাহাড়
** কাউন্সিলরদের ভোটেও নির্বাচিত খালেদা-তারেক
** ফের চেয়ারপারসন খালেদা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
** বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে
** ফের সংলাপের আহ্বান খালেদার
** ভিশন’২০৩০ ঘোষণা খালেদার
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা
** নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি
** বাংলাদেশের জন্য বিদেশি অতিথিদের শুভকামনা
** বাংলাদেশের গণতন্ত্রের সাফল্য কামনা বিদেশি ডেলিগেটদের
** বিএনপির কাউন্সিলে খালেদা
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** কাউন্সিলে যোগ দিতে রমনার পথে খালেদা
** বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম
** শোক প্রস্তাবে শুরু বিএনপির কাউন্সিল
** বিএনপির কাউন্সিল, শাহবাগ-পল্টনে দীর্ঘ যানজট
** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা
** বিএনপির কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা
** এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা