আইইবি প্রাঙ্গণ (রমনা) থেকে: বিএনপি চেয়ারপারসনের অবর্তমানে ‘সমুদয়’ দায়িত্ব অর্পিত হবে দলটির সিনিয়র ভাইস-চেয়ারম্যানের ওপর।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এ বিষয়টিসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এলো দলটির গঠনতন্ত্রে।
বেড়েছে পদের সংখ্যা, বেড়েছে দলের মাসিক ও বার্ষিক চাঁদা, অনাদায়ে ব্যবস্থাও চালু হচ্ছে। একই সঙ্গে একাধিক পদ আকড়ে থাকার সুযোগও আর পাবেন না নেতারা, যদি না সেটি চেয়ারপারসনের সিদ্ধান্ত হয়ে থাকে।
শনিবার (১৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত কাউন্সিলে সর্বসম্মতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গঠনতন্ত্রের সংশোধনী জানাতে এসে কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেন।
নজরুল একে একে প্রস্তাবগুলো জানান এবং সিদ্ধান্ত জানাতে বলেন। কাউন্সিলররা জবাবে ‘হ্যাঁ’ জানান।
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকেএস/এএ
** হ্যাকিং নয়, ব্যাংকের টাকা চুরি হয়েছে
** স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের ভার খালেদার হাতে
** ভাঙছে কাউন্সিলরদের ক্ষোভের পাহাড়
** কাউন্সিলরদের ভোটেও নির্বাচিত খালেদা-তারেক
** ফের চেয়ারপারসন খালেদা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
** বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে
** ফের সংলাপের আহ্বান খালেদার
** ভিশন’২০৩০ ঘোষণা খালেদার
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা
** নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি
** বাংলাদেশের জন্য বিদেশি অতিথিদের শুভকামনা
** বাংলাদেশের গণতন্ত্রের সাফল্য কামনা বিদেশি ডেলিগেটদের
** বিএনপির কাউন্সিলে খালেদা
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** কাউন্সিলে যোগ দিতে রমনার পথে খালেদা
** বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম
** শোক প্রস্তাবে শুরু বিএনপির কাউন্সিল
** বিএনপির কাউন্সিল, শাহবাগ-পল্টনে দীর্ঘ যানজট
** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা
** বিএনপির কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা
** এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা