ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টু৷
রোববার (২০ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর সকাল ৯টার দিকে সোনাগাজী কলেজ রোড় এলাকায় সেন্টু তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান৷
এসময় তিনি বলেন, ভোট শুরু হওয়ার আগেই বহিরাগত দুর্বৃত্তরা সব ভোট দিয়ে ফেলেছে৷ তাই আমরা চাই এ ভোট বাতিল হোক৷
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি ভিপি আবুল মোবারক দুলাল, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই
রাজনীতি
সোনাগাজী পৌর নির্বাচন বাতিলের দাবি বিএনপির
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।