নোয়াখালী: জাল ভোট ও অনিয়মের কারণে নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন।
রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, ভোট শুরুর পর এই কেন্দ্রে জাল ভোট ও অনিয়ম হচ্ছে বলে তার কাছে অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু। এর পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করেন তিনি।
উল্লেখ্য, পৌরসভার ৯টি কেন্দ্রে ৬৬৭৬ জন পুরুষ ও ৬৭২১ জন নারী ভোটার রয়েছে।
স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী না থাকায় দু’জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত জহিরুল হক রায়হান (নৌকা প্রতীক) ও বিএনপির মোস্তাফিজুর রহমান মঞ্জু (ধানের শীষ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই