ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

ঢাকা: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়েছে। ‍ এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়।

সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পেছানোর সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রে জানা গেছে।

আগামী ২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে।

২৮ মার্চ থেকে পেছানো হলে এপ্রিলের প্রথম সপ্তাহে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হতে পারে। আর সেটা সম্ভব না হলে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সম্মেলন চলে যেতে পারে বলে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এর আগে এক দফা সম্মেলনের সময় পেছানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছিলো। ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের কারণে তখন কাউন্সিল করা সম্ভব হয়নি। পরে গত ০৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু মার্চের শেষদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৩৮টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারই প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণায় অনেকটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ফলে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সম্মেলন পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।