ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

নাঙ্গলকোটে আ.লীগের আব্দুল মালেক বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
নাঙ্গলকোটে আ.লীগের আব্দুল মালেক বিজয়ী

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ মার্চ) ভোট গণনা শেষে রাত পৌনে ৮টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল আরীফ।



আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী (বিএনপির বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন নয়ন (জগ) পেয়েছেন ১ হাজার ২৩৪ ভোট।

এছাড়া বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার (ধানের শীষ) পেয়েছেন ৫২৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী কাজী জামাল উদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ৪৫২ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসমাইল হোসেন (হাত পাখা) পেয়েছেন ১৭৫ ভোট।

এর আগে দুপুর পৌনে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।