ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বক্তব্যকে বিকৃত করছে ‌আওয়ামী লীগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
খালেদার বক্তব্যকে বিকৃত করছে ‌আওয়ামী লীগ ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‌আওয়ামী লীগ নেতারা বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী করণীয় নিয়ে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।



মির্জা ফখরুল বলেন, সফল ও সুষ্ঠু কাউন্সিলকে বিকৃত করে আওয়ামী লীগ নেতারা জাতিকে বিভ্রান্ত করছেন। আলাপ-‍আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে কথাই বলেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাদে আগামী নির্বাচন হবে’ বলতে খালেদা বুঝিয়েছিলেন, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।