ঢাকা: ‘তারেক রহমান কয়েকবার পাকিস্তান গিয়েছেন’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
দুই সপ্তাহের মধ্যে এ বক্তব্যের প্রমাণ অথবা ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।
এইচ টি ইমামের প্রধানমন্ত্রী কার্যালয় এবং ১, হেয়ার রোড, ঢাকা-১০০০ ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।
নোটিশে বলা হয়, ‘গত ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক সেমিনারে সভায় আপনি যোগ দিয়েছেন। যেখানে আপনি মানহানিকর ও অপমানজনক বক্তব্য দিয়েছেন। ’
‘‘আপনার বক্তব্য ২০ মার্চ সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাতে বলা হয়,‘তারেক রহমান কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান গেছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। সেখানে তিনি আর্ন্তজাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাত করেছেন। ”
যায়যায়দিনে বলা হয় ‘খালেদা জিয়া লেডি লাদেন। তার ছেলে সম্পর্কে তো সবাই জানে। যে ব্যক্তি দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে উঠাবসা করতে পারে। আমাদের কাছে তথ্য আছে সে কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান এসেছে। ’
‘এসব বক্তব্য উদ্দেশ্যে প্রণোদিত এবং সমাজে তারেক রহমানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য,’ উকিল নোটিশে বলেন ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
ইএস/এমএ