ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট সদরের আট ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সিলেট সদরের আট ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

সিলেট: প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার আটটি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে ৯৫টি নির্বাচনী কেন্দ্রের ৬০৪টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউনিয়নগুলো হচ্ছে- ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া, ৫নং টুলটিকর, ৬নং টুকেরবাজার, ৭নং মোগলগাঁও ইউনিয়ন এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ।

এসব ইউনিয়নের ২ লাখ ৮ হাজার ৪৩৯ জন ভোটার স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ১ লাখ ৬হাজার ৬০৪জন পুরুষ ও ১ লাখ ১ হাজার ৮৩৫জন নারী ভোটার রয়েছেন।

দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী, ভোটার আর এলাকার জনসাধারণের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তাইতো ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই ভোটারদের স্রোত ভোটকেন্দ্র মুখি। সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিকে, ৯৫টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে চার প্লাটুন বিজিবি। এছাড়া র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
 
নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সিলেট সদরের আটটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৪৯০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা পদে ৯১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৯ জন প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।