ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেবিদ্বার ইউপি নির্বাচন

ফতেহবাদ ইউনিয়নে ২ জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফতেহবাদ ইউনিয়নে ২ জন গুলিবিদ্ধ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফতেহবাদ ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধরা হলেন- ওই ইউনিয়নের ঘোষঘর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সোহেল (২৫) ও মৃত খালেক মিয়ার ছেলে ইসমাইল (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ভোট কারচুপি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষের লোকজনকে গুলি করলে দু’জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে সারাদেশের মতো দেবিদ্বারের ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।