দোহার থেকে: চেয়ারম্যান পদে থেকেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি আলাউদ্দিন মোল্লা। দল মনোনয়ন দিয়েছে হুকুম আলী চোকদারকে।
বিএনপির আলাউদ্দিনের ভাস্তি জামাই আওয়ামী লীগের হুকুম আলী চোকদার। আর চোকদারের বোন জামাই বিএনপির সামাদ ব্যাপারী।
আগেরবার চেয়ারম্যান ছিলেন চোকদার, গতবারও নির্বাচন করেন চোকদার ও আলাউদ্দিন। বংশ পরম্পরায় তারা প্রতিদ্বন্দ্বী। আর সেজন্য অনেক অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী বিলাসপুর ইউনিয়নবাসী।
গত জাতীয নির্বাচনের পর দিন হাজারীবিঘায় মারা গেছেন তিনজন। ওই ঘটনায় জড়িত থাকার কথা শোনা গেছে এ দু’জনের। এবারও তারা প্রতিদ্বন্দ্বী।
তিনজন তিন ওয়ার্ডের হলেও বিলাসপুর পদ্মাগণি শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র গুরুত্বপূর্ণ। কারণ পাশাপাশি তিন চেয়ারম্যান প্রার্থীর বাড়ি এখানে।
বয়োবৃদ্ধ আব্দুল মান্নানের সঙ্গে কথা বলতে বলতেই নির্বাচনের উত্তাপ বেড়ে গেলো বেলা পৌনে ১১টায়। 'বাইরের লোক' এসেছে খবর পেয়ে ছুটে এসছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন। পুলিশের সামনেই প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হলো তার। উত্তেজনার খবর পেয়ে
ছুটে এলো মোবাইল কোর্ট, ৠাব, বিজিবি। শেষ পর্যন্ত অবশ্য ঘটনা কোনো অপ্রীতিকার পরিস্থিতিতে গড়ালো হলো না।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমআইএইচ/জেডএম