ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীদের ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীদের ভোট বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। দলীয় সিদ্ধান্তে তারা ভোট বর্জন করেন।



মঙ্গলবার (২২ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও পাটোয়ারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার বলেন, সরকারদলীয় লোকজন ককটেল বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়। এতে আমার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে বিএনপি নির্বাচন বর্জন করে।

বর্জনকারী বিএনপির প্রার্থীরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল ওদুদ হাওলাদার, পাটোয়ারীরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন।

সংবাদ সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রথম দফা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৪টি এবং রামগতি উপজেলায় ২টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।