ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট কেন্দ্রেও এগিয়ে নারীরা

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোট কেন্দ্রেও এগিয়ে নারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি- সবখানে নারীর এখন উজ্জ্বল উপস্থিতি, অভূতপূর্ব অর্জন। যার ছোঁয়া লেগেছে ভোট উৎসবেও।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার ভোট কেন্দ্রগুলোতে নারীদের সরব উপস্থিতিই জানান দিচ্ছে এখানেও তারা এগিয়ে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নারীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রদান করতে দেখা গেছে। সংসারের কাজ সেরে ছেলে-মেয়েদের নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ভোট দিতে। প্রচণ্ড রোদেও তাদের উৎসাহের কমতি দেখা যায়নি।  

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া আরবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তপতী মল্লিক জানিয়েছেন, এবারের ভোটটি তার কাছে উৎসবের মতো মনে হচ্ছে। সব বাড়ি থেকে ভোট দিতে এসেছেন নারী ভোটাররা।

তিনি বলেন, নারীরা আগের মতো আর পিছিয়ে নেই। নিজেদের অধিকারের বিষয়ে তারা এখন সচেতন।

একই কথা জানালেন পাইকগাছা উপজেলার ৩৪ নং বাঁকাপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটাররা।

এ দুই কেন্দ্রের নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতির মধ্যে তুলনা করলে দেখা যাবে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি তিনগুণ বেশি।

আজগড়া আরবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরীফ মিকাইল হোসেন বাংলানিউজকে বলেন, এখানে নারী ভোটারদের সংখ্যা বেশি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খুলনা জেলা নির্বাচন অফিস সূত্র মতে, খুলনায় ৯টি উপজেলায় ৩০৬ জন চেয়ারম্যান, ২ হাজার ৬১২ জন সদস্য এবং ৭৭৫ জন সংরক্ষিত (নারী) সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেরখাদা সদর ইউনিয়নে একজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া খুলনায় ৮ জন সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান সকালে বাংলানিউজকে বলেন, খুলনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার ৯ উপজেলার ৬৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা,  মার্চ ২২, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।