ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
খুলনায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

খুলনা: জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে খুলনার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে ছয় নম্বর যুগিপুল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ক‍রা হয়।



ওই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে কয়েকজন দুর্বৃত্তরা ঢুকে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দিতে থাকেন। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমআরএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।