ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পিরোজপুরে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পিরোজপুরে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ ২

পিরোজপুর: পিরোজপুরে ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে।

এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলার মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউনিয়ন পরিষদে ৬ নং মধ্য বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামতলা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন ৪০/৫০ জন কর্মী নিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ‍এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্ঠি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ‍আনতে পুলিশ ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আহত হয়।

অপরদিকে একই উপজেলার ২ নং ধানীসফা ইউনিয়নে হাজীবাড়ির এবতেদায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রে রক্ষিত বেষ্টনীর মধ্যে নৌকা ও ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিজাইডিং অফিসার মঞ্জু মিয়ার নির্দেশে পুলিশ ৬ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় মতিউর রহমান নামে সাবেক বন কর্মকর্তা আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মঠবাড়িয়া টিকিকাটা ইউনিয়নে ছোট সিংগা কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরা ৩০০টি ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। পুলিশ পড়ে আংশিক ব্যালট পেপার উদ্ধার করে বলে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মহিববুল্লাহ্ জানান।

এছাড়াও কাউখালী উপজেলার সয়নারঘুনাথপুর ইউনিয়নে পূর্ব বেতকা হোগলা, দক্ষিণ বেতকা ও মেঘপালসহ চারটি কেন্দ্রে অবাঞ্চিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুলহাস কবির।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দক্ষিণ শিয়ালকাঠী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জনতাকে প্রসমিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড গুলি করতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।