ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেবিদ্বারে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দেবিদ্বারে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।



জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার ফতেহবাদ ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়। এর এক ঘণ্টা পর দুর্বৃত্তরা ১৬শ’ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে  এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এদিকে দুপুর ১২টার দিকে ভানী ইউনিয়নের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে দুর্বৃত্তরা ৯০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এজন্য এ কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।