ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পাথরঘাটায় দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
পাথরঘাটায় দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): কর্মী-সমর্থকদের বুথ থেকে বের করে দেওয়া ও ভোট কারচুপির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার  (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ বর্জনের ঘোষণা দেন দুই প্রার্থী।



এরা হলেন, পাথরঘাটা উপজেলার ৩ নম্বর চরদুয়ানী ইউনিয়নের বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী এম কামরুল ইসলাম ও ৪নম্বর সদর পাথরঘাটা ইউনিয়নের বিএনপি (ধানের শীষ) প্রার্থী এম মতিউর রহমান মোল্লা।

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম ও মতিউর রহমান মোল্লা যৌথভাবে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ, আসাদুজ্জামান আসাদ ও তাদের সমর্থকরা বিএনপি প্রার্থীর এজেন্টদের সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার অভিযোগ করেন। এ সময় দু’জনই তাদের সমর্থকদের প্রাণহানির আশঙ্কা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।