ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ভোট কেন্দ্রে ছেঁড়া ব্যালট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সিলেটে ভোট কেন্দ্রে ছেঁড়া ব্যালট উদ্ধার

সিলেট: সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দখলমুক্ত হওয়ার পর ছেঁড়া ব্যালট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা পৌনে ২টার দিকে কেন্দ্রটিতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর-অগ্নিসংযোগ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।



এ সময় তারা কেন্দ্রের ভেতর ঢুকে জাল ভোট দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর কেন্দ্র থেকে ছেঁড়া ব্যালট উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে সিলেট আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি আসা মাত্রই অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে হামলা চালায়।

এ সময় তারা উপস্থিত ভোটার ও নির্বাচন কর্মীদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট ছিনতাই করে পালিয়ে যান।

সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে সবই স্বাভাবিকভাবে চলছে।

এদিকে একই ইউনিয়নের কাজিরগাঁও কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।