ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেবীদ্বারে ইউপি নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দেবীদ্বারে ইউপি নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি

ঢাকা: কেন্দ্র দখল, হামলা ও প্রার্থীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দেবীদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল পৌনে পাঁচটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি দেবীদ্বার উপজেলার সব ইউনিয়নের প্রার্থীরা, প্রতিপক্ষের নির্বাচনী কেন্দ্র দখল, হামলা, প্রার্থীদের মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়ন, কবাই ইউনিয়ন, নিয়ামতি ইউনিয়ন, দুদল ইউনিয়ন, রঙ্গশ্রী ইউনিয়ন, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন, গলাচিপার কলাগাচিয়া ইউনিয়ন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান, ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।