ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশাশুনিতে আ’লীগ ১০, বিদ্রোহী ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আশাশুনিতে আ’লীগ ১০, বিদ্রোহী ১

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০জন ও ১জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে স্ব-স্ব ইউনিয়নের নির্বাচন অফিস থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে।

 

এর মধ্যে বুধহাটা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আ ব ম মোছাদ্দেক, শ্রীউলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু হেনা সাকিল, বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল আলীম মোল্যা, কাদাকাটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর কুমার সরকার, কুল্যা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হুসাইন, আনুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর আলম লিটন, খাজরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন, শোভনালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোনায়েম হোসেন, দরগাহপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শেখ মিরাজ আলী, আশাশুনি সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী স ম সেলিম রেজা মিলন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।