ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রাপ্ত ফল: ৩৫৬, আ’ লীগ: ২৭৫, বিএনপি: ২৪

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
প্রাপ্ত ফল: ৩৫৬, আ’ লীগ: ২৭৫, বিএনপি: ২৪

ঢাকা: প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আ’ লীগ: ২৭৫, বিএনপি: ২৪, জাতীয় পার্টি: ০২, জামায়াত ০১ ও স্বতন্ত্র ৩২ ও অন্যান্য ২২ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।



মুন্সীগঞ্জ:       মোট: ইউপি-১০, আ’ লীগ-১০।
বগুড়া:          স্বতন্ত্র-১।
রংপুর:         আ’ লীগ-১।
সাতক্ষীরা:     মোট ইউপি ৭৮, আ’ লীগ-৪৬, বিএনপি-৯, আ. লীগ বিদ্রোহী-১০,   স্বতন্ত্র: ০৬, জাতীয় পার্টি ০১, ফলাফল স্থগিত ৬ ইউপি

ঝিনাইদহ:    মোট ইউপি: ৫, আ. লীগ-৫
বরগুনা:       আ. লীগ-৫, স্বতন্ত্র-১
ভোলা:        আ’ লীগ-১৩, স্বতন্ত্র-১
নোয়াখালী:   আ’ লীগ-১
লক্ষ্মীপুর:      মোট ইউপি: ৬, আ. লীগ-৬
বরিশাল:      মোট ইউপি: ৭৪,  আ.লীগ-৬২, জাতীয় পার্টি ০১, ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৪, অন্যান্য ২, স্থগিত কেন্দ্র ৫টি।
যশোর:       মোট: ইউপি ১৬, আ.লীগ ১১, বিএনপি ৩, আ.লীগের বিদ্রোহী ২।
নেত্রকোনা:    মোট: ইউপি-৬, আ.লীগ ৪, স্বতন্ত্র ১, অন্যান্য ১।
সিলেট:        মোট: ইউপি ৮, আ.লীগ ২, বিএনপি ২, আ.লীগ বিদ্রোহী ৩, বিএনপির বিদ্রোহী ১।
কুমিল্লা:        মোট ইউপি-১৩, আ.লীগ ১০, বিএনপি ১, স্বতন্ত্র ১, একটি স্থগিত।
সিরাজগঞ্জ:   মোট ইউপি ৯, আ.লীগ ৬, বিএনপি ২, স্বতন্ত্র ১।
চট্টগ্রাম:       মোট ইউপি ১, আ.লীগ ১।
খুলনা:        জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে আ.লীগ ৪৬, বিএনপি ০৫, জামায়াত ১,  স্বতন্ত্র ১৪।
বাগেরহাট:   মোট ইউপি ৭৩, নির্বাচন হয়েছে ৪১ টিতে, আ.লীগ ৩৯, আ.লীগের বিদ্রোহী ২ (স্বতন্ত্র)। এছাড়া ৩২টি ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ:  মোট ইউপি ১১, আ.লীগ ৭, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ০১, আ.লীগ বিদ্রোহী ০১।

সারাদেশে থেকে প্রাপ্ত ফল সমন্বয়ের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
টিআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।