ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সবার মাথা গোঁজার ঠাঁই হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সবার মাথা গোঁজার ঠাঁই হবে

ঢাকা: দেশের সব মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্দেশ অনুযা‌য়ী কেউ গৃহহীন থাকবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ই‌ঞ্জি‌নিয়ার মোশাররফ হোসেন।



বুধবার (২৩ মার্চ) সকালে রাজধানীর লালমা‌টিয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অাওতাধীন লালমা‌টিয়া নিউ কলো‌নির ৭টি ভবনের স্থলে বসবাসরত মানুষের জন্য ১৪৪টি ফ্ল্যাটের কাজ উদ্বোধনের পর মন্ত্রী এ নিশ্চয়তা দেন।

মন্ত্রী বলেন, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো‌ স্বল্প প‌রিসরে অাবাসন ব্যবস্থা করবো। তবে কিছু মানুষের চা‌হিদার কোনো শেষ নেই। ফ্ল্যাট পেলেও প্লট চাই।

‘অনেকে আছেন মাথা গোঁজার ঠাঁই হলেই খু‌শি। অাবাসন‌ সমস্যা নিরসনে অামরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সৃ‌ষ্টি ক‌রি। কিন্তু ২০০১ সালে বিএন‌পি ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এর কার্যক্রম বন্ধ করে দেয়। ’

এ সময় ১৪৪টি ফ্ল্যা‌ট নির্মাণ কাজের ভি‌ত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এর আওতায় এক হাজার ৫৬০ বর্গফুটের ৮১টি এবং ১৩শ’ বর্গফুটের ৬৩টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

এসময় উপ‌স্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য স‌চিব অাবুল কালাম অাজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের স‌চিব সুরাইয়া‌ বেগম ও গৃহায়ন ও গণপূর্ত স‌চিব শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমঅাইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।