ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নোয়াখালীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে ফুটবল খেলার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



মামলায় একই এলাকার সাজুকে প্রধানসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে প্রধান আসামি সাজুর বড় বোন মুন্নী ও ফারজাহানাকে আটক করা হয়েছে। তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে। অন্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে ফুটবল খেলার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাজিব, ছাত্রলীগ নেতা ওয়াসিম ও ইয়াসিন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।