ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার ঘোষণা ও শহীদদের নিয়ে বিতর্ক জাতির জন্য লজ্জার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
স্বাধীনতার ঘোষণা ও শহীদদের নিয়ে বিতর্ক জাতির জন্য লজ্জার

ঢাকা: স্বাধীনতার ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্ক করা জাতির জন্য লজ্জা ও আপত্তির বলে মন্তব্য করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



কাওসার বলেন, বঙ্গবন্ধু তার কর্ম ও সংগ্রামের মধ্য দিয়েই চিরদিন অমর হয়ে থাকবেন। শেখ হাসিনা আজ সফল নেত্রী। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে সফলকাম হবেন তিনি।

ভবিষ্যতে এই বাংলাদেশে বিএনপিকে আর মানুষ ভোট দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শংকর তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমনলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুন কুমার গোস্বামী, আওয়ামী লীগের সহ-সম্পাদক রাসেক রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এমআইকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।