খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ মার্চ) সকাল থেকে প্রার্থীরা সমর্থকদের নিয়ে স্ব স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনকে ঘিরে পাহাড়ি এ জনপদে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বড় দু’দল আওয়ামী লীগ ও বিএনপি এরইমধ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে।
২৩ এপ্রিল তৃতীয় ধাপে খাগড়াছড়ির ৩৬ ইউনিয়নের মধ্যে ৩৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী ৩টি ইউনিয়নের নির্বাচন প্রশাসনিক জটিলতার কারণে স্থগিত করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা নুরল আলম বলেন, খাগড়াছড়ির নতুন উপজেলা গুইমারার ৩টি ইউনিয়নে সীমানা নির্ধারণ, ভোটার তালিকাসহ প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসএইচ