ঢাকা: চতুর্থ ধাপের ৭৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে আগামী ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ মার্চ) রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে প্রথমধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের ৬৪৩ ইউপির ভোট হবে আগামী ৩১ মার্চ। আর তৃতীয় ধাপের ৬৮৫ ইউপিতে ভোট হবে ২৩ এপ্রিল। এবার দেশের নির্বাচন উপযোগী প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
ইইউডি/এটি