ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, খালেদা জিয়া কখনো দেশের স্বাধীনতা  চাননি, তিনি চেয়েছেন দেশে জঙ্গি আস্তানা গড়ে ওঠুক। তিনি রাজাকারদের প্রতিষ্ঠিত করেছেন।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে  ২৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় মেলার মাঠে এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু নিজেদের অর্থে নির্মিত হচ্ছে। পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কারা এই ষড়যন্ত্রে জড়িত তা বাংলার মানুষ জানে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার সরকার, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসআ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।