ঢাকা: জাতীয় কাউন্সিলের পর কমিটি গঠন নিয়ে গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে লন্ডনে ব্যস্ত সময় পার করছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এ দু’জনের অক্লান্ত পরিশ্রমে চলতি সপ্তার শেষ নাগাদ আলোর মুখ দেখতে পারে বিএনপির নতুন কমিটি। প্রথম দফায় মহাসচিব ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নাম ঘোষণা হতে পারে।
দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
কাউন্সিলের ৭ দিন পার হলেও কোনো কমিটি ঘোষণা না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানের আশপাশে থাকা কর্মকর্তা, অফিস স্টাফ ও ঘনিষ্ঠজনদের সঙ্গে অনবরত যোগাযোগ রক্ষা করে চলছেন।
কাঙ্ক্ষিত পদের তালিকায় নিজের নাম আছে কি না-তা জানতে হরহামেশা ফোন দিচ্ছেন সংশ্লিষ্টদের। কেউ কেউ গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢুঁ মারছেন। ভেতরের খবর জানার জন্য টাইপিংয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদেরও নক করছেন তারা।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত এক সভাপতি সম্প্রতি কুড়িগ্রাম থেকে এসে গুলশান কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সহ-সম্পাদক হিসেবে তার নাম কমিটিতে থাকছে কি না, তা জানার জন্যই তার এই তোড়জোড়।
কিন্তু গুলশান কার্যালয় থেকে তাকে জানিয়ে দেওয়ায় হয়, সেখানে কোনো কিছুই হচ্ছে না। কমিটি গঠনের কাজ হচ্ছে অন্য জায়গায়।
সূত্রমতে, আগাম ফাঁস হওয়ার শঙ্কা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কমিটি গঠনের কাজ নিজ দপ্তরে না করে বাসভবনে বসে করছেন। যেখানে নেই কারো প্রবেশাধিকার।
ফলে দলের শীর্ষ নেতা, কর্মকর্তা বা অফিস স্টাফরাও জানতে পারছেন না, কাকে কোন পদে বসাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, কেমন হচ্ছে কমিটির আকার, কে বাদ পড়ছেন অথবা নতুন করে কে বা কারা ঢুকছেন বিএনপির কমিটিতে।
এদিকে কমিটি গঠনের বড় কাজটি হচ্ছে লন্ডনে। সেখানে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অতি গোপনীয়তার মধ্যে কমিটি গঠনের কাজ করছেন।
লন্ডন সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মত তারেক রহমানও কমিটি গঠনের ক্ষেত্রে আশপাশে কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করছেন না। নিজের উপদেষ্টা ও ঘনিষ্ঠজনদের সঙ্গে এ নিয়ে কোনো আলাপ আলোচনা করছেন না তারেক রহমান।
তার কাছে সরবরাহ করা পদপ্রত্যাশী নেতাদের তালিকা থেকেই যোগ্য, অনুগত, সক্রিয়, মেধাবী ও প্রজ্ঞাবানদের বেছে নিচ্ছেন তিনি। এ কাজে সরসারি কারো সহযোগিতা নিচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডনে অবস্থানরত বিএনপির এক নেতা বাংলানিউজকে বলেন, কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মিডিয়াতে চলে আসে। তাই এবার কমিটি গঠনের ক্ষেত্রে কড়া গোপনীয়তা অবলম্বন করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তার খাস কামরায় যত্রযত্র কেউ প্রবেশের সুযোগ পাচ্ছেন না। ফলে কমিটি সম্পর্কে কোনো ধারণা কোনো নেতার নেই।
কমিটি গঠন এবং কবে নাগাদ সেটা আসতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, কমিটি গঠনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনিই বলতে পারবেন কবে নাগাদ কমিটি আসবে। আমরা কেউ বলতে পারব না। তবে এটুকু বলা যায়, তিনি (খালেদা জিয়া) কমিটি গঠনের কাজ করছেন। খুব শিগগিরই হয়তো কমিটি ডিক্লিয়ার করবেন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এজেড/জেডএম